Posts

Showing posts from 2016

JSC, JDC result 2016

For getting JSC & JDC result click on the link

Online Radio

Internet Download Manager (IDM) for life time

Image
Its easy to get IDM for life time. Just follow my instruction. Step 1: Download IDM from Here             Click here Step 2: Install IDM and don't run it. Step 3:Install another one which bit you are. If your pc 64 bit install 64 bit                                    check  video for intall free IDM Step 4: Restart your Computer and enjoy life time IDM Add IDM in google chrome

JSC পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় সাজেশান সকল বোর্ডের জন্য খুবই গুরুপ্তপুর্ন!!

জে এস সি ২০১ ৬ বাংলা ২য় সাজেশন সকল বোর্ড ১। সারাংশ বা সারমর্ম (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর(টিপসরেইন) (ক) আনন্দ প্রকাশ জীবনীশক্তির……… শিল্পকলা। (খ) কোথা থেকে এসেছে……… হয়েছে বাংলা ভাষার। অথবা, (ক) নমঃ নমঃ নমঃ ……… জল ভরে। (খ) ভদ্র মোরা, শান্ত বড়ো…… সকল বাধা- হীন। ২। ভাবসম্প্রসারণ (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর (ক) একতাই বল। (খ) লোভে পাপ, পাপে মৃত্যু। অথবা, (ক) করিতে পারি না কাজ…… কিছু বলে। (খ) এ জগতে হায়, কাঙালের ধন চুরি। (গ) জন্মিলে মরিতে…… জিবন নদে? ৩। অনুচ্ছেদ/ অনুধাবন (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর অপেক্ষা কর………(টিপসরেইন) ৪। পত্র/দরখাস্ত/মানপত্র/ পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর(টিপসরেইন) (ক) তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাৎ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ। (খ) কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ। (গ) ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি চিঠি পাঠাও। অথবা, (ক) স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন পত্র লেখ। (খ) বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থে...

এবারের BPL এ কে কোন দলে খেলছে। একবার দেখেনিন!!!

Image
!!!আগামী চার নভেম্বর থেকে শুরু হতে যাওয়া(বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী চার নভেম্বর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে। সাতদলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া – ‘প্লেয়ার বাই চয়েজ’। সেই প্রক্রিয়ার আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে আগের আসর থেকে দু’জন করে ক্রিকেটার রেখে দিতে পেরেছে দলগুলো। ফলে পুরনো পাঁচ দলের হয়ে খেলবেন ১০ ক্রিকেটার। শীর্ষ সাত ক্রিকেটারকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ভাগাভাগি করে নিয়ে ফেলেছে সাত শীর্ষ দল। আর ৩১ জন বিদেশি ক্রিকেটারকে সাতটি দল এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছিল আগেই। শুক্রবার ১২৩ জন দেশি ও ১৬৯ দেশি ক্রিকেটারের নাম প্লেয়ার ড্রাফটে ছিল। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ৬৪ জন দেশি ও ২৩ বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন। এক নজরে সাতটি ফ্র্যাঞ্চাইজির পূর্ণাঙ্ খেলোয়ার তালিকা!!! (১)★★বরিশাল বুলস★★   দেশি ক্রিকেটার:→ মুশফিকুর রহিম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, সামশুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, মুনির হোসেন খান, মোহাম্মদ শহীদুল ইসলাম, ...

Online income $100 dollars per day

Image
Want to earn money from online? No tension. come on and follow me. https://www.adstimer.com?ref=Faijulislam68 Click on the link. 1.High Quality Advertising Services And Traffic To Your Businesses. 2.Long Term Sustainability Is Our Prime Objective. 3.Daily Distributed Revenues 158% . 4.10% Referral Commission on ads Purchases. 5.Withdrawals Open Every Day 24/24. Register here. and start earning.. for more info subscribe and comment.