Posts

Showing posts from October, 2017

ব্লু হোয়েল গেম এর ব্যাখ্যা, গেম খেললে ৫০ তম স্তরে মৃত্যু অনিবার্য!!!!! নিজে বাচুন অন্নকে বাচান।

Image
পোষ্টটি পরে অন্যকে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে একটা লাইফ বেচে যেতে পারে। ব্লু হোয়েল ( Blue whale ) গেম, যেই ভিডিও গেম খেললেই সে আত্মহত্যা করতে পারে।। ।। বাংলাদেশেও পৌঁছে গেছে ‘ব্লু হোয়েল’ গেমস। আর এই গেমসের নেশায় পড়ে রাজধানীতে আত্মহত্যা করেছে এক কিশোরী। গত বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল রোডের বাসায় নিজের পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অপূর্বা বর্ধন স্বর্ণার লাশ উদ্ধার করে পুলিশ। ।। অ্যাডভোকেট সুব্রত বর্মনের মেয়ে এবং ফার্মগেটের হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণা বিদ্যালয়ের ফার্স্ট গার্ল ছিল। ওয়াইডব্লিউসিএ হাইয়ার সেকেন্ডারি গালর্স স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান ছিল প্রথম । ।। অ্যাপ স্টোর , প্লে স্টোর , ইন্টারনেট বা গুগল কোথাও খুঁজে পাবেন না এই ‘ ব্লু হোয়েল ‘গেম , খুঁজে পেতে পারেন কারো পাঠানো কোনো গোপন লিংকের মাধ্যমে । এটি একটি সুইসাইড গেইম অর্থাৎ গেম খেললে মৃত্যু অনিবার্য । ।। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন – একটি গে...